সুজন–সুশাসনের জন্য নাগরিক-এর উদ্যোগে “সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা” শীর্ষক গোলটেবিল বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষক, গবেষক ও গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন পেশার নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সমৃদ্ধ ও প্রাণবন্ত। নির্বাচনী পরিবেশ, জবাবদিহিতা, নাগরিক অধিকার ও গণতান্ত্রিক উত্তরণ–এই সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অংশগ্রহণকারীরা মূল্যবান মতামত উপস্থাপন করেন। যেমনটা টেকসই গণতন্ত্রের জন্য সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিতেও আমূল পরিবর্তন দরকার বলে মন্তব্য করেছেন সুজন-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন এর সহ-সভাপতি বিচারপতি এম এ মতিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী, আলোকচিত্রী ড. শহীদুল আলম, লেখক ও সাবেক সচিব আবদুল আউয়াল মজুমদার, এনবিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমীন টুলী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একেএম ওয়ারেসুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, ডা. হালিদা হানুম আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ মোহাম্মদ সাহান, ভয়েস ফর রিফর্ম-এর অন্যতম উদ্যোক্তা ফাহিম মাশরুর প্রমুখ।
সকল অতিথিকে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ। আপনাদের মতামত ও উৎসাহ আমাদের অনুপ্রেরণার শক্তি। গণতন্ত্রকে এগিয়ে নিতে নাগরিক কণ্ঠ আরও জোরালো হোক!
নিজস্ব সংবাদ : 












