মদীনা শরীফ থেকে প্রখ্যাত আলেম ও রাসুলুল্লাহ সাঃ এর ৩৯ তম বংশধর, হযরত আল্লামা সাইয়্যিদ আছিম আদী ইয়াহিয়া, সাইয়িদ উমর হাবশি ফুলতলী ছাহেব কিবলাহ রহঃ এর ১৮ তম ইছালে ছওয়াব মাহফিলে যোগ দিতে ফুলতলী এসে পৌঁছেছেন। তাদেরকে ফুলতলীতে স্বাগত জানান আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী ও আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী পরে এতিমদেরকে নিয়ে ফুলতী সাহেব কিবলা রহমাতুল্লাহি এর কবর জিয়ারত করেন ।
উল্লেখ্য ইলমে তাসাউফের পবিত্র মাহফিলটি প্রতি বছর অনুষ্ঠিত হয়, যেখানে আল্লাহর রহমত ও দয়া লাভের জন্য মুসলিম উম্মাহ একত্রিত হয়ে ইছালে ছওয়াবের উদ্দেশ্যে বিশেষ দোয়া এবং ইবাদত করে থাকেন। মাহফিলটির মূল উদ্দেশ্য হলো মুমিনদের একত্রিত করা এবং ইসলামের আলোতে তাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করা।
হযরত ফুলতলী ছাহেব কিবলাহ রহঃ এর এই মাহফিলটি শুধু দেশে নয়, বরং বিদেশ থেকেও অনেক মুসাফির, প্রখ্যাত আলেমগণ, ধর্মপ্রাণ মুসলমানরা এবং সাধারণ মানুষ একত্রিত হয়ে এই বিশেষ মাহফিলে অংশগ্রহণ করেন।
সংবাদ শিরোনাম ::
ফুলতলীতে ১৮ তম ঈসালে ছওয়াব মাহফিল শুরু
ফুলতলীতে ১৮ তম ইসালে সওয়াব মাহফিল শুরু : আওলাদে রাসুলের আগমন
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৫:৫৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- ৫০৪২ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ












