ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিএনপি ক্ষমতায় গেলে সাংবাদিকদের সুরক্ষা দিবে… মির্জা ফখরুল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৫০৮২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ক্ষমতায় গেলে দলের পক্ষ থেকে সাংবাদিকদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১০ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও প্রেসক্লাব প্রাঙ্গণে জেলার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের সাংবাদিকরা নানা সমস্যায় ভুগছেন। বিদেশে বাংলা ভাষাভাষী প্রেসক্লাব থেকেও আমাদের কাছে সাংবাদিক সুরক্ষায় ৭ দফা প্রস্তাবনা এসেছে। বাংলাদেশে সাংবাদিকদের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা হচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেগুলো পূরণ করা সম্ভব নয়। তবে বিএনপি যদি আগামীতে ক্ষমতায় যেতে পারে, তাহলে সাংবাদিক সমাজের ন্যায্য দাবি ও সমস্যাগুলো সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কলমের মাধ্যমেই দেশের সত্য প্রকাশিত হয়। তাই সাংবাদিকদের সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এখন হয়তো সব সমস্যার সমাধান সম্ভব নয়, কিন্তু বিএনপি সরকার গঠন করলে এই খাতের উন্নয়নে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আপনারা আমাকে সব সময় সহযোগিতা করেছেন, আমিও চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে। আপনাদের পেশাগত দায়িত্ব পালনে যেন কোনো বাধা না আসে, সে বিষয়ে আমি সব সময় সচেষ্ট ছিলাম। ভবিষ্যতেও আপনাদের সঙ্গে থেকে কাজ করতে চাই।

ট্যাগস :

প্রিয় মাতৃভূমিতে আমরা যেন হানাহানিতে লিপ্ত না হই-আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

বিএনপি ক্ষমতায় গেলে সাংবাদিকদের সুরক্ষা দিবে… মির্জা ফখরুল

আপডেট সময় ১০:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধি : ক্ষমতায় গেলে দলের পক্ষ থেকে সাংবাদিকদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১০ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও প্রেসক্লাব প্রাঙ্গণে জেলার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের সাংবাদিকরা নানা সমস্যায় ভুগছেন। বিদেশে বাংলা ভাষাভাষী প্রেসক্লাব থেকেও আমাদের কাছে সাংবাদিক সুরক্ষায় ৭ দফা প্রস্তাবনা এসেছে। বাংলাদেশে সাংবাদিকদের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা হচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেগুলো পূরণ করা সম্ভব নয়। তবে বিএনপি যদি আগামীতে ক্ষমতায় যেতে পারে, তাহলে সাংবাদিক সমাজের ন্যায্য দাবি ও সমস্যাগুলো সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কলমের মাধ্যমেই দেশের সত্য প্রকাশিত হয়। তাই সাংবাদিকদের সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এখন হয়তো সব সমস্যার সমাধান সম্ভব নয়, কিন্তু বিএনপি সরকার গঠন করলে এই খাতের উন্নয়নে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আপনারা আমাকে সব সময় সহযোগিতা করেছেন, আমিও চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে। আপনাদের পেশাগত দায়িত্ব পালনে যেন কোনো বাধা না আসে, সে বিষয়ে আমি সব সময় সচেষ্ট ছিলাম। ভবিষ্যতেও আপনাদের সঙ্গে থেকে কাজ করতে চাই।