দীর্ঘ ১৩৪ ঘণ্টা অনশন শেষে আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান অবশেষে অনশন ভেঙেছেন।
রবিবার (৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এর অনুরোধে তিনি অনশন ভাঙেন।
অনশন ভাঙার পর অসুস্থ অবস্থায় তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে করে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য।
সন্ধ্যায় সালাহউদ্দিন আহমদ আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সামনে উপস্থিত হয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরবর্তীতে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান,
“পরবর্তী আপিলে নির্বাচন কমিশন যেন সহানুভূতি ও ন্যায্যতার পরিচয় দেয়।”
আমজনতার দলের নেতাকর্মীরা জানান, দলের পক্ষ থেকে তারেক রহমানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান আয়োজন করা হবে।
নিজস্ব সংবাদ : 









