গত ৩০শে নভেম্বর পর্তুগাল বিএনপির উদ্দোগে লিসনের একটি হলরুমে আহবায়ক আবু ইউসুফ তালুকদার এর সভাপতিত্বে ও সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইটের সঞ্চালনায় পোষ্টাল ভোটিং সম্পর্কিত আলোচনা সভা এবং বেগম জিয়ার রোগ মু্ক্তির কামনায় দোয়া মাহফীল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির হিসাবে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন। প্রধান অতিথি বক্তব্যে বলেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এই দিনের ইতিহাস আমাদের নবীনদের তুলে ধরা উচিত, কিন্তু আজ আমাদের প্রিয় নেত্রীর অসুস্থতার কারনে আমরা সবাই উদ্বীগ্ন উৎকন্ঠিত , সবার কাছে বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন মহান রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে আমাদের মধ্যে নিয়ে আসেন।

এছাড়া আরও বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান, মিজানুর রহমান শাহ জামাল, এম কে নাসির পর্তুগাল বিএনপির সদস্য সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ ফাহিম, পর্তুগাল বিএনপির সদস্য বদরুল আলম, শাহাব উদ্দীন, রুবেল চৌধুরী, জুবেল আহমদ, জায়েদ আহমদ, বেজা বিএনপির সভাপতি মইনুল ইসলাম, সান্তারাইম বিএনপির আহবায়ক সোহেল চৌধুরী, আলগ্রাভ বিএনপি নেতা এম তাহের, পর্তুগাল সেচ্ছাসেবক দলের সিঃ যুগ্ম আহবায়ক আব্দুল আজীম চৌধুরী গিলমান, পর্তুগাল বিএনপি নেতা আলী আকবর জুয়েল, কাজী জুয়েল, শাহান উমর,সোহেল মিয়া, আক্তার হোসেন, জাসাসের সদস্য সচিব কাজী মইনুর, যুবদল নেতা মাজেদ আহমদ সামী, এস এম কাওসার আলম, মর্তুজ আলী, শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবনেতা আব্দুল ওয়াদুদ মোহন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন :পর্তুগাল বিএনপির সদস্য আব্দুল আজিজ, মহদ আজাদ, মন্জুর এলাহী, জাসাসের সদস্য মাহাদী মুন্না, যুবনেতা আব্দুল ওয়াদুদ অনিক,দেলোয়ার খান,আরাফাত,আদনান ওলি,নাইম,তারেক,শুভ,ইকবাল,রাফিউজজামান খান,সায়েম তালুকদার, মসতফা কামাল,আলমগির হোসেন, মোহাম্মদ সৈইকত,আহমদ লিমন,রিয়াদ আহমদ,রাশেদ মাহমুদ,আবু নাইম, পাপ্পু হাসান,রাহিদ মিয়া,এস কে মুহিব,সামাদ রাজিব, ভেজা বিএনপি থেকে আবু বকর,শফিক মিয়া,জদর আলী,আতিকুর রহমান,মাহবুব আলম,আলাল আহমদ,জামিল আহমেদ,শাওন মিয়া,শামসুল হক,
আল্গ্রাভ বিএনপি থেকে আবু সাইদ,মোঃ নুরুজ্জামান,মোঃ তাহির হোসেন,মোঃ দেলওয়ার হোসাইন,মোঃ ইমরান প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং কামনা করে বিশেষ মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং আগামী জাতীয় নির্বাচন সুন্দর ভাবে সম্পুর্ণ সহ বাংলাদেশের সার্বিক শান্তি, উন্নতি ও কল্যাণ কামনা করে প্রার্থনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন লিসবন বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা কায়েস আহমেদ আব্দুল্লাহ।
জায়েদ আহমদ- পর্তুগাল 












