সিলেট ব্যুরো:
সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসন ঘিরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে জমে উঠেছে তীব্র আলোচনা।এ আসনের সাবেক সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
স্বল্প সময়ে সংসদে তাঁর উপস্থাপন দক্ষতা, উন্নয়ন কার্যক্রম, স্বচ্ছতা ও নিরপেক্ষ ভূমিকা এখনো ভোটারদের মনে দাগ কেটে আছে।
স্বল্প সময়ে ব্যতিক্রমী সংসদ সদস্য :
বিগত মেয়াদে সংসদে মাওলানা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী জকিগঞ্জ-কানাইঘাট অঞ্চলের উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় খ্যাতের সমস্যা চিহ্নিত করে গঠনমূলক ও বিশ্লেষণধর্মী বক্তব্য উপস্থাপন করেন।
আরবি বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র রক্ষা, মাদ্রাসা শিক্ষা ও স্কুলে সিলেবাসে ইসলাম বিরোধী ও বিতর্কিত সিলেবাস বাতিল করে, ইফতেদায়ী মাদ্রাসার বৈষম্য দূরীকরণের বক্তব্য দিয়ে দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি ছিলেন দলমত নির্বিশেষে সবার প্রিয় মুখ, রাজনীতিতে প্রতিহিংসা ও লোভের ঊর্ধ্বে একজন আদর্শ জননেতা।তাঁর স্বচ্ছতা ও জবাবদিহিতা স্থানীয় জনগণের আস্থা অর্জনে মুখ্য ভূমিকা রাখেন।
বিএনপির প্রার্থী শূন্য :জোটের সমঝোতার গুঞ্জন
আসন্ন নির্বাচনে সিলেটের অন্যান্য আসনে প্রার্থী ঘোষণা করলেও বিএনপি এখনো সিলেট-৫ আসনে প্রার্থী ঘোষণা করেনি।
রাজনৈতিক মহলে ধারণা—সমঝোতার কারণে এ আসন অন্য কোনো জোটভুক্ত দল বা ব্যক্তির জন্য ছেড়ে দিতে পারে বিএনপি।
গুঞ্জন রয়েছে, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে সমর্থন দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
তবে একাধিক সূত্র বলছে, বিএনপির মূল পরিকল্পনা হলো ফুলতলী পরিবারের সমর্থন নিশ্চিত করা, যা এ অঞ্চলের নির্বাচনী ফলাফল নির্ধারণে মুখ্য ভূমিকা রাখবে।
ফুলতলী মসলক: সিলেটের রাজনীতির নির্ধারক শক্তি,সিলেটের চার জেলায় ফুলতলী মসলক বা আল্লামা ফুলতলী (রহ.)-এর অনুসারীরা একটি বিশাল ধর্মীয় ও সামাজিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত।
তারা ঐতিহ্যগতভাবে জামায়াতে ইসলামীর বিরোধী ভোট ব্যাংক, ফলে এই শ্রেণির সমর্থন সব সময়ই প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জমিয়ত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ—সব দলের মধ্যেই রয়েছে ফুলতলী পরিবারের অনুসারী ও ভক্তগোষ্ঠী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে,সিলেটের নির্বাচনী রাজনীতিতে যে পক্ষ ফুলতলী পরিবারের সমর্থন পায়, বিজয়ের সম্ভাবনা তার দিকেই বেশি থাকে।
বিএনপি–ফুলতলী যোগাযোগ লন্ডন থেকে সুবহানিঘাট পর্যন্ত:একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সম্প্রতি সিলেট মহানগর বিএনপির কয়েকজন শীর্ষ নেতা সুবহানিঘাটের ফুলতলী পরিবারের বাসভবনে গিয়ে দোয়া ও আশীর্বাদ নিয়েছেন।সেই সময় উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও একজন সিনিয়র নেতা।
এরপর আল ইসলাহ নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক হয়, যা পরবর্তীতে যুক্তরাজ্যেও আলোচনার পর্যায়ে পৌঁছায়।
আল ইসলাহ ও বিএনপির মধ্যে আলোচনায় সিলেট বিভাগের ১৯ টি আসনে বিএনপিকে সমর্থন দেওয়ার প্রাথমিক আশ্বাসের বিষয় উঠে আসে।
তবে দু’একটি আসনে আল ইসলাহ প্রার্থী দিলে বিএনপি সেখান থেকে আসন ছাড় দেবে—এমন বিষয়ও আলোচনায় এসেছে বলে জানা গেছে।
সম্ভাব্য প্রার্থীদের নাম আলোচনায় :
রাজনৈতিক মাঠে এখন আলোচিত কয়েকজন সম্ভাব্য প্রার্থী হচ্ছেন—
সিলেট ৫, মাওলানা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী – স্বতন্ত্র বা ইসলামী প্রার্থী হিসেবে শীর্ষে আলোচনায়।
মাওলানা ওবায়দুল্লাহ ফারুক – জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি; বিএনপি সমর্থন পেতে পারেন।
মৌলভীবাজার ২ (কুলাউড়া) ডা. শফিকুর রহমান – বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির; দলীয় প্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছেন।
মাওলানা ফজলুল হক খান শাহেদ – কুলাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও আল ইসলাহ নেতা।
মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী ছাতক-দোয়ারাবাজার (সুনামগঞ্জ-৫) আসনে ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন।
বিশ্লেষণ ও ভোটের সমীকরণ:রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন“সিলেট-৫ আসনের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ইসলামী ধারার ভোটারদের কেন্দ্র করে।ফুলতলী অনুসারীদের ভোট যেদিকে যাবে, জয় সেদিকেই যাবে।
গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হওয়া হুসাম উদ্দীন চৌধুরীর প্রতি স্থানীয় জনগণের আস্থা এখনো অটুট।বিএনপি বা ইসলামী জোট তাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিলে তাঁর জয়ের সম্ভাবনা আরও বেড়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
পক্ষগুলোর বক্তব্য:আনজুমানে আল ইসলাহ’র প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সালেহ কুতবুল আলম বলেন,সিলেট-৫ আসনে মাওলানা হুসামুদ্দীন চৌধুরী প্রার্থী হবেন—এমন কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো হয়নি।
অন্যদিকে জামায়াতে ইসলামী’র এক প্রবাসী নেতা জানান,আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ বিভিন্ন ইসলামী দলের সঙ্গে সমঝোতার আলোচনায় আছি।
আমরা চাই, ফুলতলী মসলকের সঙ্গে ঐক্য হোক,এতে বৃহত্তর ইসলামী ঐক্য ও জাতীয় স্বার্থ রক্ষা পাবে।
রাজনৈতিক মহল মনে করছে,
সিলেট-৫ আসনে আসন্ন নির্বাচনের সবচেয়ে বড় ভরকেন্দ্র ফুলতলী মসলক ও তাদের অনুসারী ভোট ব্যাংক।এই আসনে বিএনপি, ইসলামী জোট বা স্বতন্ত্র প্রার্থী—যে পক্ষ ফুলতলী পরিবারের আশীর্বাদ লাভ করবে, বিজয়ের মুকুটও সম্ভবত সেই পক্ষের মাথায় উঠবে।
পর্ব (১) দ্বিতীয় পর্বের জন্য চোখ রাখুন : বিডি নিউজ. ইউ তে
সংবাদ শিরোনাম ::
সিলেটজুড়ে নির্বাচনী উত্তাপে আলোচনায় হুসাম উদ্দিন চৌধুরী
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৫:২৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- ৫২৬৭ বার পড়া হয়েছে
ট্যাগস :













